যখন___
অনন্ত মহাশূন্যের গর্ভে
সরীসৃপের মতো হামাগুড়ি দিয়ে
অজানাকে জানতে চাই...
রামধনুর রঙ কেড়ে নিয়ে
সূর্যোদয়ের ছবি আঁকার চেষ্টা করি...
কিংবা ___
ঊষর মরুভূমি খুঁড়ে কাদাজল দিয়ে
ছন্দময় কবিতা লিখতে যাই ...
পারি না।
পাহাড়ের পাদদেশে এসে
থমকে দাঁড়াই __
যেন সব মিথ্যে হয়ে যায়...
উচ্চতাকে জানতে গিয়ে হেরে যাই!
সমুদ্রের বিশালতায় হারিয়ে যাই।
বারবার হেরে যাই...


কিন্তু আমি যে জিততে চেয়েছিলাম
বিষণ্ণ হতাশার কাছে একদিন!