শেষ বিকেলের ক্লান্ত সূর্য
আকাশের সীমা
স্পর্শ করতে ব্যাকুল!


সূর্যও বুঝি একটি প্রদীপ!
নিভে যাবার আগে
একবার জ্বলে উঠতে চায়...
সেই আলোর তীব্রতায়
আমার দৃষ্টি
ঝাপসা হয়ে আসে !!
আঁধারে ডুবে গেল দিগন্ত ।


ধূ ধূ প্রান্তরে একাকী তুমি
পিঠ ফেরালে এবার!
তোমার ছায়া অচেনা তখন
তোমারই চোখে ।
ছায়া, দীর্ঘ থেকে দীর্ঘতর
হতে হতে অন্ধকারে
আচমকা নিশ্চিহ্ন হলো!


সব সবুজ শুষে নিয়ে গেল
তোমার অস্তিত্বহীনতা___
কী কঠিন সেই সত্য!!