কেঁপে উঠল পদ্মকলি...
তেহাই এর তীব্র সংঘাতে
ছিন্ন হ'ল দ্বিপ্রহরের আলসেমি।
অপরাহ্ণেই নামল অমানিশা!
দিগন্তের লালিমা কখন যেন
চাপা পড়ে গেল আঁধিতে!


প্রদীপ হাতে দাঁড়ালো দূয়ারে।
ঝোড়ো হাওয়া চেনে না ভালবাসা।
পদ্মকলির উষ্ণ ঠোঁটের ঘর্ষনে
জ্বলতে গিয়েও নিভে গেল দীপ।
মেঘ ভাঙা বৃষ্টির হড়কা বানে
ভেসে গেল মৃণালচ্যুত পদ্মকলি....
দূরে, বহুদূরে....


প্লাবনের জলে মিশে গেল আঁখিজল!