ঘরে বন্দী থাকতে থাকতে
কখন যেন সূর্যটা অনেকটাই
হেলে পড়েছে পশ্চিমে।
আরশিতে বারবার মুখ দেখার
অভ্যেস নেই।
তবু মুখোমুখি হলাম আয়নার।
চোখের কোলে কালো ছোপ,
কপালে গভীর বলিরেখা,
সাদা চুলের সংখ্যাও বেড়েছে!
মনে হলো
সূর্য এবার অস্ত যাবার মুখে...


খুব দেখতে ইচ্ছে হলো তোমায়!
বসন্ত চলে গেছে কবে!
এখন শ্রাবণের চোখে জল!
কুলুঙ্গিতে
শেষ সন্ধ্যার প্রদীপও নিভু নিভু!
কতদিন নিকোনো হয়নি দাওয়া।
পাতা হয়নি আসন তোমার!


অপেক্ষারও মেয়াদ আছে।
চোখের আড়াল, অজান্তে কখন
মনের আড়াল হয়ে যায়!
আর হয়তো দেখা হবার নয়
তোমার আমার!!!