ঘন কালো মেঘ যেই বৃষ্টি হতে চায়!
মুক্ত নদী তখনই পথ যে হারায়!
মাটি জুড়ে খুশি বয়, ঘোর লাগে চোখে।
বুক তার ভরে ওঠে ভরা নদী সুখে।


কাজল ঘেরা চোখ সে পূর্ণ বাসনায়...
তটিনীতে ছায়া এঁকে অশ্রু হয়ে ধায়।
কৃষ্ণ ঘন মুক্তি খোঁজে নদীটির বুকে!
তন্বী নদী তবু ছোটে সাগরের সুখে!


আঁধার রাতের মেঘ ,দুখটাকে ঢেকে ,
একা বাজায় মাদল, কান্না ভেজা চোখে।
মেঘ-ছায়া বুকে নদী, সুখে চলকায়।
মাটিও আনন্দে নাচে ঘন বরিষায়।


কত পথ চলে, নদী সেই অবশেষে __
সাগর সঙ্গমে এসে, যেন পায় দিশে!