পাঁচ এক্কে পাঁচ


(১)
বুড়ো বটের ঝুরি,
অভিজ্ঞতার খড়ি।


(২)
অসময়ে মনটা রাঙে;
বেনো জল ঘর ভাঙে!


(৩)
জীবন যখন কলুর বলদ,
তার হাতেই বাঁচার সনদ!


(৪)
হিসেব মেলাতে হিমসিম;
হাতে রইলো 'ঘোড়ার ডিম'!


(৫)
গণতন্ত্রের চড়ক তলায়,
জোটের নটে ছাগল মুড়ায়!