পাঁচ ফোড়ন


          (১)
ছিপ নৌকোয়
একলা দাঁড়ি ।
চিল দেখেছে
মাছের ঝুড়ি ॥


       (২)
প্রদীপ শিখা
হাওয়ায় দোলে।
কায়া লুকোই
শামুক খোলে!!


      (৩)
উনিশ কুড়ির
উঠতি মেয়ে।
রোদ দেখে মেঘ
উঠলো নেয়ে!


      (৪)
ডাঙায় হাঁটে
ঝাঁকের কৈ!
গোখরো বিষে
পরাণ থুই ॥


       (৫)
আঁধার এলো,
প্রদীপ জ্বালো।
চু কিত্ কিত্
সাঙ্গ হলো ॥