(১)
কত কথা মরে যায়__
ভুল স্রোতে ভেসে যায়!


(২)
জীবন তীরে বসে স্বপ্ন আঁকি,
ভাসিয়ে জীবন নাট্যের ফাঁকি।


(৩)
এ কথা সে কথা গুলো,
সবই যেন আগোছালো!


(৪)
ডাস্টারের নীরবতা চাই না আর;
সময় এসেছে সময় চেনাবার।


(৫)
আঁধার গলির যাপন কথা,
বাঁচার স্বর্গে এক নীরব ব্যথা।