কতবার বলেছি...
একটু একা থাকতে চাই,
নিজের মতো করে।
কথা শোনেনি...
ছাড়েনি পিছু...


একান্তে কত কথা থাকে ভাববার;
কত কথা থাকে একা একা কইবার।
তবু দেখি এঁটুলির মত লেগে।


মাঝে মাঝে জেগে ওঠারও তো
ইচ্ছে হয়!
সোচ্চার হতে গেলে হাত ধরে টানে।
প্রতিবাদী হতে গিয়েও পিছু হটি!


মুখ বুজে আর কত সওয়া যায়?
ভাবি, আগে ওকে দূর করি...
পরে না হয় অন্যের কথা ভাববো।


একদিন...
রাগ করে ঠেলে দিই অন্ধকারে ;
সাথে আমিও!
দেখি আর নেই!!!
যাক্ বাবা বাঁচা গেলো __
এই ভেবে যেই আলোয় এলাম...
দেখি, নাছোড়বান্দা রয়েই গেছে।