পিলসুজের ওপর বসানো প্রদীপ জাজ্বল্যমান।
সুন্দর!


সুন্দর পিলসুজও আপন মনে সুন্দরতর!
কখনো আলো পড়ে না তাতে।
'প্রদীপের জন্য কত কবিতা!'
'আমাকে নিয়ে একটা কবিতা লিখবে?'
পিলসুজ আবদার করল কলমের কাছে।


কাঁপতে কাঁপতে আলো নিভু নিভু হয়ে এলো প্রদীপের!
কলমটা লিখতে শুরু করেই থেমে গেল!
আর চলার শক্তি নেই তার।
অন্ধকার!!!


কেউ বলল, উস্কে দাও সলতে।
কেউ বলল, তেল দাও প্রদীপে।
কলম কিন্তু আর চলল না।
একবার থেমে গেলে চলা যে মুশকিল!


নিভতে নিভতে হঠাৎই দপ্ করে জ্বলে উঠলো আলো!
এমনই হয় যাবার আগে...
পিলসুজ কিন্তু হাসলো ;
তার গায়ে একটুও আলো নেই!
পড়ে থাকলো প্রদীপের নীচে অন্ধকার ;
যেমন থাকে।
চিরন্তন!


সৌন্দর্য নিয়ে অন্ধকারে পড়ে থাকে পিলসুজ __
একা!!