ঝুলিয়ে মুলো ছুটছে মানুষ,
আয়েস করার অর্থনীতি!!!
মহামারী দোর গোড়াতেই_
বুদ্ধিজীবীর কোথায় হুঁশ!!


হাসপাতালও বন্ধ তোর __
করোনা ছুঁলে ঘরে মরিস।
ঢের হয়েছে আর পারি না,
লক ডাউনে কাটল ঘোর !


আঙুর ফল টক __বলেই
বুদ্ধিরা পাশ ফিরে শোয়!
খুঁটির জোরে যুদ্ধ বহাল,
হেরে গেলাম হাঁদা সবাই!


রোগটা বড় স্পর্শকাতর;
স্পর্শ করেই বাঁচতে চায়...
বেঁচে বর্তে থাকুক 'বাছা'!
মানুষ যাক পগার পার !!