দেশের যতই মস্তানি,
তোমার তত পস্তানি,
দেখতেও যে পাইনি,
চোখে পড়েছে ছানি!


মুখটা খোলা জানি!
তাই এতো কপচানি!
প্রতিশ্রুতির কাহানি,
যেন 'কথামৃত' খানি!


যত হোক হানাহানি,
ফিরে শুতেই  জানি!
করা হলে রাহাজানি
উজ্জ্বল হয় মুখখানি।