১)
বসন্ত মনে


মন পলাশের বন,
অশান্ত সে যৌবন!
শীত পেরিয়ে সবুজে
বসন্ত গুঞ্জন....


২)
যন্তর মন্তর


আদি থেকে অন্ত,
স্রষ্টা-সজ্জায় জীবন্ত!
তাঁর হাতের পুতুল__
যন্ত্র কিন্তু প্রাণবন্ত!


৩)
মানুষ তুমি


ছেড়ে জাতের বিচার
মুক্ত করো সংস্কার॥
নিজ গৃহে চিহ্ন রেখে
যাও বিশ্ব দরবার...


৪)
শহর সুখ


ইঁট পাথরের যন্ত্রণা
এই শহরের মন্ত্রণা!
সবুজ অবুঝ ডাক!
বুকে ভরে গঞ্জনা...


৫)
আশা ভরসা


ধর্মই "ভালবাসা"।
বুকে বাঁধি আশা,
এ ধরা দেখাবেই
মানবতার দিশা !