সমুদ্র, তুমি একটু শান্ত হও।
তোমার দিগন্তভেদী কল্লোল রোল
আমার হৃদ্ শব্দকে চাপা দেয়।
আমি হৃদ্ যন্ত্রণায় ভুগি।
আমি যে শুনতে পাই
তোমার হেরে যাওয়ার
করুণ আর্তনাদ।
তোমার উদ্দাম ফেনিল
উচ্ছাসের আড়ালে কান্নার ফোঁটাগুলো
জমাট বাঁধে।
আমি স্পর্শ করি_
সেই জমাট বাঁধা বরফের উষ্ণতা।
তুমি যে আমার কাছে
অপ্রকাশিত প্রকাশ।
তবে কেন এত ছলনা?
আমার দু হাত প্রসারিত_
জানি না হাহাকারে না আকাঙ্খায়!
তুমি মুখোস খুলে
আমার বুকে মুখ লুকিয়ে
_একটু কাঁদ,
আমার বুকের অব্যক্ত যন্ত্রণার সঙ্গে
মিশে হও একাকার।