সবুজ গালচে, নীল সামিয়ানা,
মঞ্চ বেশ জমজমাট।
অজানা হাতের কল কারখানা,
কুশীলব নিয়ে ঠাটবাট!!


নাটক কখন শুরু নাকি শেষ,
খবর নেই তো ঠিক জানা।
অন্ধ গলিতে সুরের আবেশ,
গল্পে টানা উত্তেজনা!


আলাপ বিলাপ পড়েই রইবে,
মঞ্চ যখন দরবার।
অভিনয় শেষে ফিরতেই হবে,
রেখে এ সাজানো সংসার!


দিনরাত চলে পালা বদলের খেলা!
পথের পাঁচালি লেখা হয় শেষবেলা!