কঙ্কালসার গাছটি,
এখনও দাঁড়িয়ে...
একটাও পাতা নেই তার।
কত বসন্ত চলে গেছে এড়িয়ে!
দখিনা বাতাসেও কাঁপন লাগেনি,
রুক্ষ শাখায়।
সবুজকে ভুলে গেছে সে।
ছায়া নেই তার...
পথচারী তাই নেয় না বিশ্রাম,
প্রচণ্ড দাবদাহে ।


পাখি বসে না শাখে, সোহাগে।
শোনায় না গান।
মৌমাছি খোঁজে না মধু,
ফুলহীন ডালে!
আসবে না তারা কোনো দিন!


তবুও দাঁড়িয়ে সে, একাকী অবজ্ঞায়।


এক বজ্র-অগ্নি কর্কশ হাসি,
বিবস্ত্র করেছে তাকে,
কোনো এক অভিশপ্ত
ঝড়ের রাতে।


তবুও পূর্ণিমার চাঁদ,
অকৃপণ হাতে, ঢেলে দেয়
তার অঙ্গরাগ।
পূর্ণতায় ভরে বিবস্ত্র কঙ্কাল!