ওরে ও অবুঝ মন...
সামাল দে সামাল দে।


রসের ধারা বইছে দ্যাখ্
একতারার ঐ টংকারে...
প্রেমে পাগল হচ্ছে বাউল
পথ হারানোর গানে।


ওরে ও ক্ষ্যাপা মন...
সামাল দে তোর প্রেম!


খেজুর গাছে মন বেঁধেছিস,
চুঁয়ে পড়ছে রস।
রস সাগরে সাঁতার কেটে
কাটলো যে তোর বেলা।


ওরে ও পাগল মন...
সামাল দে তোর ঘর!


ভাবের ঘরে চুরি হলে
চিনবি কী আপন পর!
পথে পথে ঘুরে মরে
পাবি না প্রেম জোয়ার!