পুরোনো কিছু কথা সাজিয়ে
এক টুকরো আকাশ!


মেঘ ছিল না সেখানে...
সূর্য মুক্ত আলো ছড়াতো আনন্দে!
আলপনা আঁকতো উড়ন্ত
বকের সারি...
বাতাস বইতো আপন খেয়ালে।


সে এক রূপকথার দেশ!


সবই ঠিক ছিল....
বাধ সাধলো উড়ন্ত কিছু সংলাপ!
সহ্য হলো না পোড়া অতীতের
জমিতে সবুজ সৌন্দর্য!
মন জুড়ে হাহাকার...
একটা বিরাট শূন্যতা...
ঘুর্ণি তো শূন্যস্থান খোঁজে!


ধেয়ে এলো ঝড়...
তছনছ, তছনছ, সব তছনছ! বৃষ্টির পুনরাবৃত্তি...
কান্নায় ভিজলো জীবন ও প্রকৃতি!
ঝড় আসে, ঝড় যায়...
ধ্বংসের মাঝেই জীবন জন্মায়।


পুরোনো কথারা নতুনে বদলায়!