বসন্ত আসেনি কাছে শিমুল পলাশে।
এখনও দূর্বা হাসে শিশির বিলাসে ।
ঝরেছে আপন সুখে মৌন শেফালিকা।
যামিনী যাপনে চাঁদ দিশেহারা একা!


ছই বুকে পানসি দোলে, স্বপ্ন আপন!
ঢেউ ভেঙে তীরে, সোঁদা সুবাস গোপন।  
সিঞ্চিত রাতের কপোল  লজ্জা সুন্দর!
বন্ধনে আবদ্ধ হলো হারানো বাসর!


চন্দ্র গেল অস্তাচলে, ত্রস্ত বিভাবরী।
আঁচল আড়াল চায় শিথিল কবরী!
বিহান বেলায় অরুণ ছড়ায় খুশি।
এক লহমায় যেন শেষ হলো নিশি।


এক গেলে অন্য আসে, এটাই দস্তুর।
এ খেলা চলবে, পথ হলেও বন্ধুর!