সন্ধ্যে হলেই গাছে গাছে
চামচিকেরা আসে।
পেয়ারা গাছের ডালে ওরা
শীর্ষাসনে ভাসে।
ডালে বসে ছোট্ট প্যাঁচা
গোল গোল চোখে তাকায়।
আড্ডা তখন রাত পোকাদের
পানা ভরা জলায়।
জানলা খুলে রাতে মাখি
চাঁদের ভালবাসা।
রাত জাগা পাখির গলায় যেন
বিরহের এক ভাষা।
এসবই তখন তাকিয়ে দেখে
ঘুমহীন দুই চোখ।
এমনি করে ভুলেই থাকি
দিনের আলোর শোক।!