বসে গেছে উল্টোরথের চাকা,
নিশানও কি ওড়ে উল্টো পথে?
সংগ্রামের আগুন ঝরে,
পত্র পত্রিকায়...
বিপ্লবকে কাঁদতে হবে মুখ লুকিয়ে,
দু হাঁটুর মাঝে!


লাগামহীন অশ্বমেধের ঘোড়া,
ছুটে চলে। ক্লান্তি নেই।
ক্ষুরের শব্দে বুকের ওঠানামা!
থামানোর সাধ্যি নেই কারো।
যতক্ষণ শ্বাস...


ভাবনার বলিরেখা রেখচিত্র এঁকে যায় কেবলই!
হিজিবিজি ভাবাটাই যন্ত্রণা!


ভাগশেষ পড়ে থাকে অবহেলে,
কোনোদিন 'উত্তর' হয়ে ওঠে না!