ব্যর্থতা ঢাকতে
মুখোশ পরতে হয় বারবার।
ভুল হয়ে যায়,
কোনটা ঠিক, মুখোশ না আমি!
এ যন্ত্রণার কোনো উপশম নেই।


হঠাৎ হাওয়ায়
ঝড় ওঠে শান্ত বাগানেও।
সঠিক পথ খুঁজে পাওয়া
খুবই কঠিন হয়ে ওঠে কখনো।
মরুভূমি কিংবা হিমবাহে
হাঁটতে হাঁটতে গন্তব্য হারাই।


একদিন বোধহয়
মুখোশটাই আসল হয়ে ওঠে।
কেউ যেন পিঠ চাপড়ে বলে,
"ব্রেভো"!
পথ চলতে চলতে মনে হয়
ব্যর্থতাই হয়ত সাফল্য!