গোধূলি খুঁজতে গিয়ে দেখি,
ঘোলাটে সূর্য হঠাৎই ডুবে গেল!
নিমেষে হারায় লালিমা।
সন্ধ্যে নেমে এলো।


হিমেল হাওয়া
গায়ে আঁচড় দিয়ে যায়।
আকাশে একটা, দুটো তারা
উঁকি দিলো।
পাখীরা কখন ফিরে গেছে
গাছে, কোটরে।
আমাকেও ফিরতে হবে ঘরে।


কুঁই কুঁই কুঁই...
কুণ্ডলী পাকিয়ে কুকুর ছানারা
মায়ের গা ঘেঁষে ।
শীত এসেছে, শীত এসেছে,
এই সায়াহ্নে...
শীতের ফসল তুলে
কিষাণ কি ফিরলো ঘরে!!


গোধূলি শেষে
শুকনো ঝরা পাতা, খড় কুটো,
অনেক জড়ো হলো।
এবার আগুন জ্বালো!!!