দুপুরটা বসন্তের,
দুপুরটা কবিতার,
দুপুরটা আড্ডার,
দুপুরটা আমাদের...


ইউক্যালিপ্টাস গাছে
পাতার আড়ালে
একটানা ডাকছিলো
বিরহী কোকিল...
সঙ্গে সঙ্গত করছিলো
চোখ ধাঁধানো লাল
পলাশের দল!
অজান্তে তৈরী হলো
বসন্তের পটভূমি!


মন উদাস হলো...
তবু সেদিন
কবিতায়, আড্ডায়,
আনন্দ আলো ছড়ালো
মন থেকে মনে,
নন্দিত নন্দন চত্বরে...


সেই সে
দুরন্ত দুপুর, কখন যেন
গড়িয়ে গড়িয়ে মিশে গেল
এক বসন্ত-বিকেলে !!!


*** "বাংলার কবি মেলা _বাংলা কবিতা ২০২০"
অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের দিনে নন্দন চত্বরে।