ছেড়ে দিয়ে ভাঙা বন্দর,
ভেসে যায় আদরের নৌকো,
ভিজে ভিজে দুলে দুলে
ছেঁড়া পাল তুলে
ঠিকানা না জেনেই...
ভিজে নৌকোর গা ঘেঁষে,
একটু জিরোয়
জলে পড়ে থাকা রোদ্দুর!
মেখে নেয় নরম আদর!


রশিহীন রথ, খুঁজে নেয় পথ।
উষ্ণতায় ভরে যায়
আগামীর শপথ।
ভাঙা বন্দর নিশ্চিন্ত এখন!
হাসে অন্তর্যামী...