কালের পথ শেষ হ'লে
বিমূর্ত যন্ত্রেও মরচে পড়ে ।
বোঝার মতো আঁকড়ে থাকে
মুঠো ভর্তি ঋণ।
শক্তি নেই এ বোঝা বইবার!
উপচে পড়ে পুকুরের পাড়...
স্থির কচুরিপানার গোষ্ঠী
এখন গঙ্গার স্রোতে
ভেসে ভেসে
নিরুদ্দেশে
ছড়িয়ে যায় রোদ্দুরের মতো।
কিংবা বাতাসে ফিসফিস,
অহর্নিশ...
সরে সরে পায়ের নীচের মাটি ;
অথৈ জল ;শূন্যতা পরিপাটি!


মাটিতে নিমেষে মেশে
জাগতিক চূর্ন বাস্তব!
দিনের শেষে,
স্বার্থহীন বাতাসেও,
থাকবে ভেসে
এক মুঠো নিঃশ্বাসের ঋণ!