মেয়েটা  দিগ্বলয়ে একলা এসে দাঁড়ায়!
রক্তজবা বিদায় বেলায় কী যেন চায়!
কন্যের রাঙা গালে,
সূর্য আদর ঢালে __
কথা দেয়, আসবেই সে বিহান বেলায়!


সূরজ চলে গেলে চন্দ্র-কিরণ শোভায়,
কালো বরণ মেয়ের রূপ যে চলকায়।
মুক্ত বেণীর তলে,
চাঁদ সোহাগে দোলে,
দিগন্ত বিরহের কথা কন্যে ভুলে যায়।


মরচে পড়া চাঁদ, রবির আলোক পায়!
কলঙ্ক সুখে কন্যেও বুঝি পাগল প্রায়!
চন্দ্রাহতের সুখে,
রবির আলো বুকে,
এলোকেশী আত্মহারা প্রেমের মূর্ছনায়!