সেদিন শীতল রাতে হঠাৎ
মেঘমল্লার শুনে চমকে উঠলাম।
এই অসময়ে!!!!!
বিস্ময়ের ঘোর কাটলো তোকে দেখে।
জানি তোর আসার কথা নয়,
তবু তুই এলি।
নিদারুণ শীতে কি না জানি না,
আমি কাঁপছি।
গ্রীষ্মের খরা ছিল একান্ত অনুভবে!
শীতেও ছিল রুক্ষতা!
তোর মেঘরঙা পেলব ঠোঁট ঐ শীতে
উষ্ণতা ছড়ালো আসন্ন বসন্তের ।
সেই স্পর্শে আমার ঠোঁট ফেটে
রক্ত পলাশ রঙ!
বাজলো "বসন্ত বাহার"!!!
আমার কাঁপন
তোকে স্পর্শ করলো কি না জানি না।