ঝড়ের যে বড়ই মাথা গরম
যখন তখনই ক্ষেপে ওঠে!
সাগর তল ফুটে ওঠে যেই,
মাথায় এক আগুন ছোটে!


দিগ্বিদিক কাঁপিয়ে ঝড় __
ফুঁসে মাটির প'রে লোটে।
ভাবে, মাটির রূপ গুঁড়িয়ে
সোহাগ নেবে লুটেপুটে!!!


এই সর্বংসহা মাটিই তাকে
আদর করে কোলে তোলে !
ঠাণ্ডা হয় তার পাগল মাথা  
মত্ত "রণংদেহী" মূর্তি ভুলে!!


মাটি তুই, সইবি কত???
সইতে গিয়ে বুঝিস কি আর
তুই ভাঙছিস যে  সন্তানের
হাজারো সুখের সংসার !!!