সমুদ্র,
তোমায় দেখি এবং দেখি।
তাই তো আবার কাছে এলাম।
বারে বারে এই ফিরে আসা....
জানি না কী যে প্রত্যাশা!
চোখের তৃষ্ণা মেটে না যে আর।


সমুদ্র,
তোমায় দেখি আর দেখি...
কখনো ঘন নীল,
কখনো পান্না সবুজ জলে তুমি
এক অনন্য সুন্দর।
আলাদা আলাদা অনুভূতি
তোমার জলের কানায় কানায়!


সমুদ্র,
তোমায় দেখি, শুধুই দেখি।
কিছু তো চাইবার নেই আমার।।
তবু তোমার ঢেউ
ছুটে ছুটে আসে যেন __
হয়ত ছুঁতে চায় আমায় একবার।
এ যে আমার অহঙ্কার!