খুলেছিলাম মনের খাতা।
লেখা কই? কলম আছে,
মন নিংড়ানো কালি নেই।


সন্ধ্যাবেলায় পাখিরা যায়
যে যার কূলায়। মন মজে
বিহগ- সুরে, ফেরার গানে।


আমার তখন চোখ টানে
মন-বেহালার সুরের ছড়ে,
কালি ও কলম, এবং মনে!


আঁচড় কাটে হিজিবিজি!
হারে রে রে, হারে রে রে!!
ডাকাত পড়ে, শব্দ ঘরে!!


শূন্য ভাঁড়ার লজ্জায় মরে,
পিঁপড়ে কবে খেয়ে গেছে
সাদা পাতায় উপুড় গুড়!