তন্বী গোধূলির লজ্জা
সাদা মেঘের বুকে ছড়িয়ে গেল!
রাঙা হয়ে উঠলো মেঘ!
অস্থির বিকেল আড়াল খুঁজলো।
আড়াল এলো আঁধার বেশে!


শরতের মেঘ চলল উড়ে...
কত কথা রয়ে গেছে বাকী __
ওরা বাকীই থাকে অনন্ত কাল!
নিশ্চিন্তের রাত বুঝি
আর আসে না অলকাপুরীতে।


শুধু শরৎ আসলেই ___
হলুদ বোঁটা শিউলি ছড়িয়ে পড়ে
রাত-বাসরের  ফুল শয্যায়!
নিয়ম মেনে ভোর হয়ে আসে...
সব লজ্জা ঝেড়ে ফেলে
সাদা মেঘেরা ভাসে আকাশে।