হাওড়া থেকে ছুটলো ট্রেন,
ট্রেন এর মাঝে আমরা ক'জন।
কবিতার টানে টানে
আমরা পেরোই রূপনারায়ণ।


কবিসভা হলো এবার অজিত করের বাড়ি;
সেখানে আছে যে এক সব্যসাচী নারী!
এক হাতে তিনি তবলা বাজান,
এক হাতে বাঁধেন রাখী।
নিজের হাতে রেঁধে খাওয়ান ;
আপ্যায়নেও নেই ফাঁকি!
দুরন্ত তার লেখার হাত,
দুরন্ত তার মন,
খুশি দিয়ে ভরান তাঁকে,
সঙ্গী যে তার সর্বক্ষণ।


কবিসভা সাঙ্গ হলো সবার কবিতা পাঠে।
ভরা মনে ফিরি ট্রেনে, সূয্যি যখন পাটে।