বিরহ যন্ত্রণা
সহ্য করতে করতে যখনই
ন্যাড়া ছাদের
সীমানায় এসে দাঁড়াই
লাটাই বিহীন ঘুড়িটার মতো
উড়তে ইচ্ছে করে।
পারছি কই?
কে যেন বাধা দিচ্ছে বারবার!


একটাই ক্ষোভ __
প্রজাপতি, ফড়িং এর মতো
উড়তে পারি না আমি।
ফুল বগিচায় মধু প্রেম কুড়োতে
পারি না।
আমার জন্য কি নেই
বিরহ বিহীন একটা আকাশ!


একটা চড়ুই ছানা একদিন
ছুঁতে চেয়েছিল সূর্য।
ওর মা বাধা দিয়েছিল।
বলেছিলো __
পুড়ে ছাই হয়ে যাবি রে বোকা!
আমার কোনো বাধা নেই।
তবুও পারি না কেন
সুখের আগুনে পুড়ে ছাই হতে!