মহাশূন্যের কতটা যে শূন্য,
জানা নেই।
তবে শূন্যের থেকে
ভরাট বোধহয় অনেক বেশি!
দৃষ্টির আড়ালে
কত রঙের বাহার সেখানে।
শূন্য ভরে ওঠে ছোট বড়
নবজাতক নক্ষত্রদের রঙে।


মহাশূন্যে প্রতিনিয়ত জন্মায়
রঙিন রঙিন নক্ষত্র।
আর শিশুদের কলরবে
যেন আনন্দধারা বয়ে যায়।
পাশাপাশি কত বৃদ্ধ
তারাদের মৃত্যুও হয় অহরহ।
এভাবেই জীবন চক্রে
জমজমাট অনন্ত মহাশূন্য!


*** সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীদের যন্ত্রে ধরা পড়েছে মহাশূন্যের রং ও নবজাতক নক্ষত্রদের ঘনঘটা। সেই সূত্রে আমার এই লেখা।