আকাশের সিঁথি বরাবর
আকাশগঙ্গার রঙ্গিলা।
মহাকাশের বিশালতায় ওর
সঙ্ঘবদ্ধতা মন কাড়ে।
তারকাদের কলরবে মূখর
নীল শূন্যতা
বুকের গভীরে বাজে।
তারাদের আলোড়নে
উত্তাল মহাশূন্য!
অথচ বিশাল ফাঁকের ফাঁকি।
আমি সেই ফাঁকে
যেন দিশেহারা একজন!


শুধু দেখি আলোর ঝালর
নিকট তারাটির।
দেখি তার কর্ম ব্যস্ততা দিনভর।
সে যে কর্মে অবিচল__
সে ধর্মে স্থির __
ভাবি আমার যত ধর্ম কর্ম
সব যেন বিফল।
যার নেই কোনো বল ।
কেন সরাতে পারি না জঞ্জাল!!
আমি মহাকাশের
একজন হয়েও
আমি বুঝি এক শূন্য!