বনপথে কুয়াশায় দিনের প্রথম;
নিভু নিভু ছায়া মাখা!
মাথা ঠেকাঠেকি বৃক্ষরাজির
সখ্যতা শীতল...
তখনও ঘুম ভাঙেনি বনাঞ্চলের।


দিনমণির অপেক্ষায় পাখিদের নীড়।
গায়ে মেখে টুপ টুপ কুয়াশার জল
বন যাপন দর্শনের যাত্রা শুরু,
জানা অজানা পাখির কলরবে।


বন মোরগ যথারীতি জানায়, "সুপ্রভাত"!
ময়ুর ময়ুরীর অবাক চাহনি সুন্দর!
হরিণ শাবক চকিতে লুকায় মুখ
মায়ের আড়ালে।
ক্ষণিক দর্শন দিয়ে ঘুমায় শার্দূল!


কুয়াশা মুছে ক্রমে প্রকট সকাল।
বন-জীবন চঞ্চল খাদ্য ও খাদকে...
মনেতে সুখ আঁকে "ভয়ঙ্কর সুন্দর"!!