অনেকগুলো বছর পর...
যেদিন তুমি শৃঙ্খল ভেঙে উঠে দাঁড়ালে,
তোমাকে বিষণ্ণ দেখাচ্ছিল!
তোমার শৃঙ্খল মুক্ত শীর্ণ হাত
চেষ্টা করছিল,
রক্তে ভেজা মাটি দিয়ে চাপা দিতে,
ভাঙা লৌহ-রশি!
পেরেছিলে কি সব টুকরো চাপা দিতে?
ওগুলোর তুলনায়
তোমার মুষ্ঠিবদ্ধ মাটি যে বড্ড কম!


তোমার শীর্ণ হাত, হতাশ মন
আজও পারেনি জঞ্জাল সরাতে!
আবর্জনাগুলো একদিকে সরাতে গিয়ে
অন্যদিক ভরে গেছে!
যত মুছতে চেয়েছ রক্তের দাগ,
আরো বেশি রক্তাক্ত হয়েছে
তোমার অলস হাত!


স্বাধীনতার নরম বিছানায় সুখনিদ্রায়,
আরো পরাধীন হয়ে উঠেছ মননে!
জন্ম নিয়েছে সন্ত্রাস...


তোমার অবোধ, উচ্ছৃঙ্খল সন্তানদের
ফিরিয়ে আনো আলোয়...


ফিরেয়ে আনো স্বাধীনতার সম্মান!