স্বপ্নকে খিল দিয়ে যে রাখা মুশকিল!
অদৃষ্ট আড়ালে বসে হাসে খিলখিল।
আলো ছায়ায় জীবন করে ঝিলমিল।


মায়াতে অনেক মায়া মুক্ত হয়ে মেশে।
কায়া-আবর্জনায় যে দুঃখ বসে হাসে।
স্বপ্ন জাল বোনে কী যেন এক আশে।


বন্ধুর পথে দিন যেন করছে হাসফাঁস!
প্রপঞ্চময় এ সংসারে সুখের সর্বনাশ।
পঞ্চভূতে বিলীন হয় জীবনের বিশ্বাস!


অনিত্য সংসার তবু  বাঁচে স্বপ্নজালে!