দূরপাল্লার রেলগাড়ি চলে আপন মেজাজে।
চোখে ছবি আঁকা হয় কত না রঙের সাজে!


দিগন্তে তাল নারকেল গাছেরা হাত ধরাধরি,
মাথায় ঠোকাঠুকি, দাঁড়িয়ে সব সারি সারি।


নিস্তব্ধ রোদেলা সবুজ কোথাও কোথাও...
এক ঝাঁক শূন্যতায় যেন জনমানব উধাও!


পড়ন্ত অপরাহ্ণ যখন সূর্যটার কাছে ঘেঁষে,
ছায়ারা দীর্ঘ হয় এসে খোলা মাঠটার শেষে!


রেলগাড়ির বাতায়নে নিষ্পলক দুই চোখ,
পাড়ি দেয় এক স্বপ্নমোহ আশ্বাসের লোক...