রাত যত গভীর হয়
শব্দটা প্রকট হয়ে ওঠে!
অনুভূতি ঠুকরে খুঁটি!
বুঝতে পারি না স্বপ্ন না সত্যি!
কানে ভেসে আসে
স্তব্ধ পথে হেঁটে যাওয়ার শব্দ
পদশব্দ খুব চেনা যেন!
ভ্রম হয় __
আমারই পদশব্দ কিনা!
কতদিন হাঁটিনি...
হয়ত হাঁটা হয়ে ওঠেনি।
আজ শব্দটা ভীষণ ভাবাচ্ছে!
জানি __
হেঁটেই তো যেতে হবে ঐ পথে।
অন্ধকার যেখানে
যুগ যুগ ধরে অপেক্ষায়...
তার নাম গন্তব্য কিনা জানিনা!
কিংবা হযতো স্বপ্ন!