দিতে চেয়েছিলে
এক গোছা গ্ল্যডিওলাস স্টিক;
অনেক স্বপ্ন মেখে!
নানা রঙের ফুল দিয়ে স্বপ্ন-ছবি
এঁকেছিলে হয়ত মনে।


অনেক দিন পর
মুক্ত বেণীর মত ঝরঝরিয়ে
রঙিন ঝর্ণা হতে ইচ্ছে হলো...
নিজেই চমকে গেলাম
দিনের শেষে এসে!


করোনার বাতাবরনে
বাধ সাধলো বয়স ও অসুস্থতা!
কতদূর ফুলের দোকান!
কেমনেই বা পাবে সেই ফুল!
তোমার দিতে চাওয়া,
আর আমার দু'হাত ভরে নেওয়া
অধরা রইলো তাই!


শুধু সুখ-স্বপ্ন মেখেই কাটলো
স্মৃতির দিন!!!