(১)
আজ


পৃথিবীর বুকে জ্বলছে দাবানল;
অহঙ্কারী হয়ো না,
বুকেই তোমার লোভের হলাহল!


(২)
তখন


সন্ধানী এক ফটোগ্রাফার দ্যাখে,
অরণ্যের পোড়া বুকে,
অঙ্কুরিত সবুজ  উঠেছে জেগে।।


(৩)
এবং


ধ্বংস যখন এসে সৃষ্টির হাত ধরে,
অশ্রু মুছে মনুষ্যত্ব
জেগে ওঠে নতুন দিনের ভোরে ॥