কবি শঙ্খ ঘোষ নামেই
জেগে থাকবে তুমি চিরদিন,
মানুষ চিত্তপ্রিয়।
পাশাপাশি সমাজ সংস্কারক
শিক্ষক তুমি যে অমিয়।
বিজ্ঞাপনে মুখ ঢেকে __
গেলে নক্ষত্র পতনের দেশে।
তোমার  প্রতিভা গচ্ছিত রেখে
নবীনের অন্তরে
যেতে হলো নিয়তির নির্দেশে...
থেমে গেল __
মুখরিত "শঙ্খ" আজ!
তোমার সৃষ্টি বেঁচে থাকবে__
স্তব্ধ মন তোলে আওয়াজ।