মন ছুঁয়ে রেখেছি, চোখ খুলে দেখিনি।
আড়ালটা আজও শুধুই অনুশীলনী!
রঙ এনে জাগিয়েছো বসন্ত সকালে।
অনুভবে সুর তুলে প্রণয়ে মাতালে!


বসন্তে কুহুতান তোলে  আলোড়ন;
চলকে ওঠে তখনই আনন্দ ক্ষরণ!
আধো ঘুমে বুকে শুয়ে কবিতার বই
পাগল হয়ে খোঁজে সেই তোমাকেই!


চোখের আয়নায় তুমি, কবিতায় লীন।
আড়ালটা থাক্ না হয়, নীরব মলিন।