নীল চাদর গায়ে
যে লোকটা রোজ সকালে
কুঁজো হয়ে বাজারে যায়,
সূর্যটা ওকে চেনে।
একটু তাপ নেবে বলে
লোকটা রাস্তায় বেরোয়।
অথবা সূর্যটা রোজ ওঠে
ওকে উষ্ণতা দেবে বলে।


কোনটা সঠিক
লোকটা ঠিক বোঝে না।
শুধু ভালবাসা বোঝে।
সূর্যকে লোকটা ভালবাসে।
এখন শীতকালে
ঘোলাটে সূর্যটা নিভু নিভু
লোকটা উষ্ণ স্পর্শ পায় না।
বুড়ো হাড়ে শীত লাগে।


নীল চাদরটা জড়িয়ে নেয়।
ভালবাসা বুঝি
মিশে আছে নীল অম্বরে.....
লোকটা দীর্ঘ দিন ধরে
একই ভাবে হাঁটতে হাঁটতে
কুঁজো হয়ে গেছে।
ভালবাসা খুঁজে নীল হয়।
লোকটা ভালবেসে মরে।


হারিয়ে যায় সূর্যের উত্তাপ॥