হেমন্তের হিমেল হাওয়ায়
শেষ হ'ল রঙ বদলের খেলা পাতায় পাতায়।
খসে গেল সব পাতা একটা একটা করে।
বেআব্রু আজ শ্যামলী শাল্মলী।
শুভ্র শূন্যতা অচেনা সুখে,
ছলছল খলখল চঞ্চল আঁচল
উষ্ণতা খুঁজবে বসন্ত লালে ।
এখনও অনেক বাকি রাঙা হতে!


উত্তুরে হাওয়ায় জড়ো হয়েছে
শুকনো পাতারা বার্ধক্যের চাদরে।
পাতাবিহীন রুক্ষ শাখায় থেমে থাকবে
তোমার আমার কথা।
হালকা তুষার মেখে অপেক্ষায় থাকুক
তোমারশুকনো ঠোঁট!


উষ্ণতা আড়ালে রেখে মাতাল হোক
শীতল শীত ।