ঝর্ ঝর্ ঝর্, ঝর্,
শ্রাবণ এলো ঘর!
বৃষ্টি যে আজ পাগল পারায়!


করোনা তুই সর্।
নেই কি কোনো ডর,
ডুববি যে তুই অঝোর ধারায়!


হলে নাকি তোর সর্দি,
বদলে ফেলিস উর্দি!
হাবভাব যে তোর সৃষ্টিছাড়া!


হাঁটি হাঁটি পা পা,
ওরে, তুই ফিরে যা।
সাজিয়ে দেব পাল্কি বেহারা ।


বুঝি না তোর চরিত্তি__
ভাবলে জ্বলে গা পিত্তি!
শীতেও নাকি বাড়াবি তুই দর!


ভ্যাকসিন খাঁড়া এলে,
চড়াবোই তোকে শূলে!
তাড়াতে তোকে, বদ্ধ পরিকর!!