খণ্ড খণ্ড দিগন্ত আজ আর
সাত রঙে সাজে না।
তুই বলেছিলি,
ভালবাসা জমে পাথর হয়।
স্থবির, নির্বিকার!!
আমি জমিয়ে রেখেছি, অনেক পাথর।
লাল, নীল, হলুদ, সবুজ...


কথা দেওয়া, না দেওয়া,
সবই অবান্তর!
গভীরে কালবৈশাখী নৃত্য, অপেক্ষায়।
উষ্ণায়নে রক্ত গরম! উচ্চ চাপ...


অলিন্দ পেরিয়ে নিলয়ে,
দীর্ঘ যাত্রা দীর্ঘশ্বাসের!
শব্দের লয়...