রাত নামে ধীরে,
বিষণ্ণ অরণ্য প্রান্তরে।
ঘন পাতার বন, অন্ধকারে
নিকষ কালো যখন...
শুরু হয় অন্য যাপন!
খসখস শব্দে হেঁটে যায়
জ্বলন্ত শিকারী চোখ...
নিশাচর পাখি ওঁৎ পাতে!!
প্রয়োজনের শিকার...
ভয়ঙ্কর সুন্দর!


দূরে কোথাও ওদের ঘর...


কে যেন বাজায় বাঁশি,
সঙ্গতে মাদল...
দূর থেকে ভেসে আসে সুর,
সুমধুর...
হয়তো নেশেল বন মহুয়ার
গন্ধ ছড়ায়!
রাত জাগা পাখি ডেকে যায়;
কি যেন হারিয়ে গেছে...
কাঁদে অন্তর!
ক্লান্ত রাতের ঘর...
ভয়ঙ্কর সুন্দর!